Sudan | সুদানের রাষ্ট্রপতি ভবন দখল করলো সেনা! পর পর বিস্ফোরণের মধ্যেই বন্দুক হাতে নিয়ে চলছে উল্লাস!
Friday, March 21 2025, 10:28 am

খারতুমে সুদানের রাষ্ট্রপতি ভবন দখল করলো সুদানের সেনা। দু’বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত সুদান।
খারতুমে সুদানের রাষ্ট্রপতি ভবন দখল করলো সুদানের সেনা। দু’বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত সুদান। এতদিন প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী ব়্যাপিড সাপোর্ট ফোর্সের দখলে ছিল এই রাষ্ট্রপতি ভবন। এবার সেই রাষ্ট্রপতি ভবন দখলে নিলো সেনা। সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়া সুদানের ভিডিওতে দেখা যাচ্ছে, পর পর বিস্ফোরণ হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্যালেসের সামনে। পুড়ে ছাই বহু গাড়ি। ভেঙে পড়েছে প্যালেসের একাংশ। তার মধ্যেই চলছে বন্দুক হাতে সেনাবাহিনীর উল্লাস।
- Related topics -
- আন্তর্জাতিক
- যুদ্ধ
- সোশ্যাল মিডিয়া
- ভাইরাল