Sudan landslide | ভয়ংকর ভূমিধসের কবলে সুদান, জনশূন্য আস্ত গ্রাম! মৃত অন্তত ১০০০

Tuesday, September 2 2025, 4:44 am
highlightKey Highlights

পশ্চিম সুদানের দারফুর অঞ্চলে একটি পাহাড়ি গ্রাম ধসের জেরে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।


গত কয়েকদিন ধরে আফ্রিকাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। সুদানের বিদ্রোহী গোষ্ঠী সূত্রে খবর, ভারী বৃষ্টির জেরে গত ৩১ আগস্ট পশ্চিম সুদানে মারা মাউন্টেনস এলাকার তারাসিন গ্রামে ভয়াবহ ধস নামে। ধসের জেরে পাহাড়ি গ্রামটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশটির বিদ্রোহী গোষ্ঠী দ্য সুদান লিবারেশন মুভমেন্টের দাবি, এই ঘটনায় এক হাজার জনের মৃত্যু হয়েছে। মাত্র এক গ্রামবাসীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধারের জন্য রাষ্ট্রসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে সুদান সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File