Nag Mark 2 | পোখরানে সফল অত্যাধুনিক মিসাইল ‘নাগ এমকে ২’র পরীক্ষা! অত্যাধুনিক ট্যাঙ্কও ধ্বংস করতে সক্ষম এটি
Tuesday, January 14 2025, 9:49 am

রাজস্থানের পোখরানে সফল হলো অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ‘নাগ এমকে ২’র পরীক্ষা।
রাজস্থানের পোখরানে সফল হলো অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ‘নাগ এমকে ২’র পরীক্ষা। সোমবার রাজস্থানের পোখরানে তৃতীয় জেনারেশনের এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। যে কোনও যুদ্ধক্ষেত্রে যত অত্যাধুনিক ট্যাঙ্ক হোক না কেন, তা ধ্বংস করতে সক্ষম ‘নাগ এমকে ২’। যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয়তা যে কোনও জায়গায় সহজে স্থাপন করা যেতে পারে এটি। বিশেষজ্ঞদের দাবি, যে কোনও জটিল অপারেশনে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ অস্ত্র হতে চলেছে ‘নাগ মার্ক ২’।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- শক্তিশালী মিসাইল
- রাজস্থান