Srikanth Bolla | সমস্ত প্রতিকূলতাকে জয় করে দেশের অন্যতম ধনী ব্যবসায়ী কৃষক পরিবারের জন্মান্ধ-শ্রীকান্ত বোল্লা! এবার তাঁর সাফল্যের কাহিনী বড় পর্দায় আনছেন রাও!
কৃষক পরিবারে জন্ম নেন জন্মান্ধ শ্রীকান্ত বোল্লা। সমস্ত প্রতিকূলতাকে হার মানিয়ে ১৫০ কোটি টাকার ব্যবসার মালিক তিনি। এই সংস্থায় বিনিয়োগ করেছেন স্বয়ং রতন টাটাও।
জন্ম থেকেই নেই দৃষ্টিশক্তি। বাবা-মাকে প্রায়শই আত্মীয়রা বলতেন, ভবিষ্যতে কোনো উপকারে আসবেন না চাষী পরিবারের এই ছেলে। ছোট থেকেই সব ক্ষেত্রে জীবন লড়াই করেন তিনি। আজ সকলকে ভুল প্রমাণ করে ১৫০ কোটি টাকার কোম্পানির মালিক শ্রীকান্ত বোল্লা (Srikanth Bolla)। সম্প্রতি তাঁকে নিয়ে বলিউডে বায়োপিক সিনেমা (biopic movies in bollywood) আসতে চলেছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই সিনেমা শ্রীকান্ত (Srikanth) সিনেমার পোস্টার সহ ফার্স্ট লুক। বলিউডের বায়োপিক সিনেমাতে (biopic movies in bollywood) প্রধান চরিত্রে দেখা যায় রাজকুমার রাওকে (Rajkumar Rao)।
ছোট থেকেই অসাধারণ মেধাবি থাকা সত্ত্বেও একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে তাঁকে পড়ার স্কুল। যার ফলে স্কুলের বিরুদ্ধে আদালতে মামলা করেন তিনি। মামলায় জয় পেয়ে বিজ্ঞান নিয়ে পড়ার অনুমতি পান তিনি। দ্বাদশ শ্রেণীতে ৯৮ শতাংশ নম্বর নিয়ে পাশ করেন শ্রীকান্ত। এভাবেই ধাপে ধাপে নিজের স্বপ্ন পূরণ করে কোটি টাকার বোলান্ট ইন্ডাস্ট্রিজ (Bollant Industries) তৈরী করে দেশের সফল এবং ধনী ব্যবসায়ীদের মধ্যে একজন হয়ে উঠেছেন শ্রীকান্ত। এই গল্পই বড় পর্দায় নিয়ে আসছে রাজকুমার রাও-র নতুন সিনেমা (rajkummar rao new movie)।
শ্রীকান্ত বোল্লার সাফল্যের কাহিনী । The Success Story of Srikanth Bolla :
ছোট থেকে লড়াই করেছেন শ্রীকান্ত বোল্লা (Srikanth Bolla)। দৃষ্টি না থাকলেও অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছেন গোটা পৃথিবীকে। অনুভব করেছেন, লড়াই করেছেন। অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমের সীতারামপুরমের কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন শ্রীকান্ত। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী তিনি। যার ফলে, কিছু আত্মীয় তাঁর বাবা-মাকে পরামর্শ দেয়, শ্রীকান্তর যেহেতু দৃষ্টিশক্তি নেই তাই সে ভবিষ্যতে উপকারে আসবে না, ফলে তাঁকে ত্যাগ করে দিতে। যদিও তা মানেন নি শ্রীকান্তের অভিভাবক। এদিকে দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় সহপাঠীরা তাকে তিরস্কার করে। ছোটবেলার থেকেই সমাজে নানাভাবে, নানান মানুষের কাছে তিরষ্কিত হন শ্রীকান্ত। তবে হার মানেন নি কিছুতেই। ইংরেজিতে একটা কথা আছে, ‘লার্জার দ্যান লাইফ’। শ্রীকান্ত বোল্লা সেরকম, তিনি জীবনের চেয়েও বড়।
ছোট থেকেই অসাধারণ মেধাবি ছিলেন তিনি। একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে পড়তে চেয়েছিলেন। কিন্তু স্কুল অনুমতি দেয়নি। যার ফলে ব্যাপক ক্ষুব্ধ হয়ে স্কুলের বিরুদ্ধে মামলা করেন আদালতে। ৬ মাস ধরে চলে শুনানি। মামলায় শ্রীকান্তরই জয় হয়। ফলস্বরূপ বিজ্ঞান নিয়ে পড়ার অনুমতি পান তিনি এবং দ্বাদশ শ্রেণীতে ৯৮ শতাংশ নম্বর নিয়ে পাশও করেন শ্রীকান্ত। তবে কেবল স্কুলেই নয়, শিক্ষার জন্য অন্যান্য জায়গাতেও তিনি বাধার সম্মুখীন হন। অসাধারণ মেধাবি হওয়া সত্ত্বেও দৃষ্টি প্রতিবন্ধকতার কারণে কোনও কোচিং ইনস্টিটিউট তাঁকে ভর্তি নিতে রাজি হয়নি। তাঁর আইআইটি-জেইই পাশ করার এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন অধরাই থেকে যায়। কিন্তু এদিকে যে এমআইটি-র মতো বিশ্বের অন্যতম নামি বিশ্ববিদ্যালয় লুফে নেয় শ্রীকান্তকে!ভারতের প্রত্যন্ত গ্রাম থেকে শ্রীকান্ত প্রথম দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র হিসেবে পড়াশোনা করেছেন আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে।
২০১১ সালে দেশে ফিরেই প্রতিবন্ধী শিশুদের জন্য সমনভাই সেন্টার খোলেন শ্রীকান্ত। চালু করেন ব্রেইল প্রিন্টিং প্রেস। শিক্ষার্থীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে একাধিক পরিষেবা চালু করেন তিনি। পরের বছরই শুরু করেন বোলান্ট ইন্ডাস্ট্রিজ (Bollant Industries)। যেখানে পরিবেশ বান্ধব পুনর্ব্যবহারযোগ্য ক্রাফট পেপার তৈরি হয়। ২০১৮ সালে ১৫০ কোটি টাকার টার্নওভার ছিল শ্রীকান্তর কোম্পানির। এমনকি এই সংস্থায় বিনিয়োগ করেছেন স্বয়ং রতন টাটা (Ratan Tata)। এপ্রিল ২০১৭-এ, বোল্লাকে ফোর্বস ম্যাগাজিন গোটা এশিয়া জুড়ে ৩০ অনূর্ধ্ব ৩০-এর (Forbes magazine 30 under 30) তালিকায় স্থান দেয়। উল্লেখ্য, এই তালিকায় শুধুমাত্র তিনজন ভারতীয়ই পেয়েছিলেন যার মধ্যে একজন ছিলেন শ্রীকান্ত। কর্মজীবনে অসাধারণ কৃতিত্বের জন্য একাধিক নামি পুরস্কার এবং স্বীকৃতিও পেয়েছেন।
ঘটনাক্রমে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, ডঃ এপিজে আব্দুল কালামের (Dr. APJ Abdul Kalam) সঙ্গে যোগ রয়েছে শ্রীকান্তের। ২০০৫ সাল থেকে যুব নেতা হিসেবেও পরিচিত তিনি ছিলেন এবং লিড ইন্ডিয়া ২০২০: দ্য সেকেন্ড ন্যাশনাল ইয়ুথ মুভমেন্টের সদস্য হন শ্রীকান্ত। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ.পি.জে. আব্দুল কালাম দ্বারা শুরু করা, লিড ইন্ডিয়া ২০২০ এর উদ্যোগ ছিল ভারতকে দারিদ্র্য, নিরক্ষরতা এবং বেকারত্ব দূর করে ২০২০ সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করা।
শ্রীকান্ত বোল্লার বায়োপিক-শ্রীকান্ত । Srikanth Bolla's biopic - Srikanth :
বলিউডে প্রথম সারির অভিনেতার মধ্যে একজন হলেন রাজকুমার রাও। বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে রাজকুমার। সম্প্রতি রাজকুমার রাও-র নতুন সিনেমার (rajkummar rao new movie) প্রথম লুক প্রকাশ্যে এসেছে। ছবির নাম 'শ্রীকান্ত (Srikanth)'। অভিনেতা শ্রীকান্ত বোল্লার চরিত্রে অভিনয় করবেন রাও। দেশের অন্যতম সফল শিল্পপতি শ্রীকান্ত বোল্লা কীভাবে সকল প্রতিকুলতাকে হারিয়ে ধনীর তালিকায় নিজের নাম তুলেছেন, কীভাবে প্রতিবন্ধকতা সত্ত্বেও সাফল্য অর্জনের জন্য প্রতিকূলতার উপর জয়লাভ করেছেন তিনি, সেই গল্পই বড় পর্দায় তুলে ধরবেন রাও। সিনেমাটি ২০২৪-এর ১০ মে মুক্তি পাবে।
রাজকুমার ছাড়াও বায়োপিকটিতে দেখা যাবে জ্যোথিকা, আলায় এফ এবং শরদ কেলকারকে। শুক্রবার রাজকুমার রাও তাঁর ইনস্টাগ্রামে ছবির প্রথম লুকের ভিডিয়ো শেয়ার করেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, অভিনেতা তাঁর লক্ষ্যের দিকে হাসিমুখে দৌড়াচ্ছে। অভিনেতা ক্যাপশনে লেখেন, 'একটি যাত্রা যা আপনাকে আপনার চোখ খুলতে অনুপ্রাণিত করবে! ১০ মে ২০২৪-এ সিনেমায় মুক্তি পাচ্ছে।'
- Related topics -
- সাফল্যের কাহিনী
- বিনোদন
- বলিউড
- ব্যবসা বাণিজ্য
- ব্যবসায়ী
- বাণিজ্য
- এ পি যে আব্দুল কালাম
- রতন টাটা