Shubhanshu Shukla | স্পেস স্টেশনে পা রেখেই আবেগপ্রবণ শুভাংশু, পাঠালেন বিশেষ বার্তা, কী বললেন ভারতীয় নভোচর?
Thursday, June 26 2025, 6:00 pm
Key Highlightsস্পেস স্টেশন থেকে প্রথম পা রাখার পর ভারতীয় নভোচর জানালেন, তাঁর মাথাটা অদ্ভুত হালকা লাগছে।
বৃহস্পতিবার ভারতীয় সময় বিকেল ৪টে নাগাদ শুভাংশুদের নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রেখেছে 'ড্রাগন' মহাকাশযান। এই ‘ডকিং’ প্রক্রিয়ার সাক্ষী থেকেছে শুভাংশুর বাবা মা এবং লখনউয়ে তাঁর স্কুলের বাচ্চারা। এদিন মহাকাশে প্রথম পা রেখে স্পেস স্টেশন থেকে ভারতীয় নভোচর জানালেন, ”আমার মাথাটা হালকা লাগছে। কিন্তু আগামী ১৪ দিন যা যা আমাদের করতে হবে তার তুলনায় এটা কিছুই নয়। এ এক গর্ব ও উত্তেজনাময় মুহূর্ত। আমাদের মহাকাশযাত্রায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” আগামী ১৪ দিন নানারকম পরীক্ষা নিরীক্ষা করবেন শুভাংশুরা।
- Related topics -
- আন্তর্জাতিক
- শুভাংশু শুক্লা
- মহাকাশ
- মহাকাশযান
- স্পেসএক্স
- রকেট
- মহাকাশচারী
- অ্যাক্সিওম মিশন ৪
- ভারতীয়

