সাত পাকে বাধা পড়লেন যুজবেন্দ্র এবং ধনশ্রী, প্রকাশ্যে এল ছবি
Wednesday, December 23 2020, 10:02 am
Key Highlightsপ্রকাশ্যে এল ছবি। সাত পাকে বাধা পড়লেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং চিকিৎসক ধনশ্রী ভার্মা। ধনশ্রী একজন চিকিৎসক হবার পাশাপাশি ইউটিউবার এবং কোরিওগ্রাফারও। গত আগস্ট মাসেই তাঁরা বাগদান পর্ব সেরে ফেলেছিলেন। তাঁদের বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে বৌভাত, সেখানে যেন তারার মেলা বসেছিল। তাঁদের বিয়ে ও রিসেপশনের ছবি প্রকাশ্যে আসতেই ভক্তরা খুশি হয়ে যান। যুজবেন্দ্র-ধনশ্রী বিয়ে এবং রিসেপশনে হাজির হন শিখর ধাওয়ান।
- Related topics -
- সেলিব্রিটি
- যুজবেন্দ্র চাহাল
- ক্রিকেটার
- ধনশ্রী ভার্মা
- ভারতীয়

