JU University | যাদবপুর ইস্যুতে 'পেন ডাউন' পড়ুয়াদের, প্রথম সেমিস্টারের পরীক্ষা দিলেন না ৩০টি বিভাগের ছাত্র-ছাত্রীরা
Tuesday, March 4 2025, 3:09 pm
Key Highlightsযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইস্যুকে কেন্দ্র করে তপ্ত রাজ্য রাজনীতি। বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েটের পরীক্ষায় 'পেন ডাউন' কর্মসূচি পালন পড়ুয়াদের একাংশের।
গত দুদিন ধরে বিশ্ববিদ্যালয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ক্যাম্পাসের ভেতরে এবং বাইরে ঝামেলায় নাজেহাল হচ্ছেন শিক্ষার্থীরা। এদিন বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েটের প্রথম সেমেস্টারের প্রথম দিনের পরীক্ষা ছিল। তবে এই পরিবেশে পরীক্ষা দিতে নারাজ পড়ুয়ারা। তাই ‘পেন ডাউন’ কর্মসূচি পালন করলেন বিশ্ববিদ্যালয়ের ৩০টি বিভাগের ছাত্রছাত্রীরা। সূত্রের খবর, ২৪টি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস এবং ৬টি সল্টলেক ক্যাম্পাসের বিভাগ মিলিয়ে পরীক্ষা দেননি অসংখ্য পড়ুয়া। পরীক্ষা পেছানোর দাবিতে ফেটসুর ইমেইল করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামককে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- যাদবপুর
- যাদবপুর ইউনিভার্সিটি
- শিক্ষার্থী
- ছাত্র সংঘর্ষ
- ছাত্রছাত্রী
- পরীক্ষা
- অফলাইন পরীক্ষা

