কলকাতা ইউনিভার্সিটি-র বিরুদ্ধে পড়ুয়াদের ক্ষোভ প্রকাশ, একদিনে দু'টি অনার্স পেপার পরীক্ষার দিন ঘোষণা
Friday, July 16 2021, 2:18 pm

গত বুধবার রাতে এক বিজ্ঞপ্তি জারি করে কলকাতা বিশ্ববিদ্যালয় । বিজ্ঞপ্তিতে ষষ্ঠ সেমেস্টার অর্থাৎ চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের থিওরিটিক্যাল পরীক্ষার দিন ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় ২৯ শে জুলাই ও ৩০ শে জুলাই একই দিনে দুটো করে অনার্স পেপারের পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। এবং ২৯ জুলাই অর্থাৎ পরীক্ষার দিনই পড়ুয়াদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে বলেও জানানো হয়। একই দিনে তিন ঘণ্টা করে এক একটি পেপারের পরীক্ষা হবে। আর এই পরীক্ষা ঘিরে ইউনিভার্সিটির বিরুদ্ধে বহু পড়ুয়া সরব হয়েছে সামাজিক মাধ্যমে। #CHANGE_THE_SCHEDULE_CU হ্যাশট্যাগ ব্যবহার করে এই প্রতিবাদে সামিল হয় অনেকেই।
- Related topics -
- শিক্ষা
- কলকাতা ইউনিভার্সিটি
- ফাইনাল সেমিস্টার
- ছাত্রছাত্রী
- পরীক্ষা