Yunus | রবিবার রাত থেকে ইউনুসের বাসভবন ঘেরাও পড়ুয়াদের! হাসিনার মতোই কি পরিণতি হবে?

Monday, February 3 2025, 12:30 pm
highlightKey Highlights

রবিবার রাত থেকে ইউনুসের বাসভবন ঘেরাও করে রেখেছে পড়ুয়াদের একাংশ।


হাসিনার মতোই কি পরিণতি হতে চলেছে ইউনূসের? রবিবার রাত থেকে ইউনুসের বাসভবন ঘেরাও করে রেখেছে পড়ুয়াদের একাংশ। অনেকেই এই ঘটনার সঙ্গে হাসিনা সরকারের পতন ও বাসভবন লুঠের ঘটনার মিল খুঁজে পাচ্ছেন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ৭ কলেজ নিয়ে জটিলতা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বেরতে চেয়ে ওইসব কলেজের পড়ুয়ারা আন্দোলনের পথ বেছে নেয়। এদিকে, বৈষম্য বিরোধী পড়ুয়ারা নিজেদের দাবিদাওয়া নিয়ে আলাদা রাজনৈতিক দল গড়তে চান। তাঁদের দাবি, মুজিব আমলের সংবিধান বাতিল করা হোক। তবে তাতে নারাজ ইউনুস সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File