Bangla Blockade । সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেডে’র ডাক! বাংলাদেশে অবরোধ রাস্তা এবং রেল!

Thursday, July 11 2024, 12:58 pm
Bangla Blockade । সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেডে’র ডাক! বাংলাদেশে অবরোধ রাস্তা এবং রেল!
highlightKey Highlights

সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল–সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বাংলাদেশের কোটাবিরোধী আন্দোলনকারীরা শুরু করলেন ‘বাংলা ব্লকেড’।


সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল–সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে  বাংলাদেশের কোটাবিরোধী আন্দোলনকারীরা শুরু করলেন ‘বাংলা ব্লকেড’। এই আন্দোলনকারী পড়ুয়া এবং চাকরিপ্রত্যাশীরা সরকারি চাকরির সব পদে কোটা সংস্কারের দাবি করছেন।তাদের বক্তব্য, আদালতের রায় দিয়ে এর সুরাহা করা যাবে না। কারণ, কেউ চ্যালেঞ্জ করে আদালতে যেতে পারেন। এটা সরকারের সিদ্ধান্তের বিষয়। এদিকে, কোটা বাতিল করার দাবিতে, বাংলাদেশে রাস্তা এবং রেল অবরোধ করা হয়। এবার তাঁরা চাকরির সব গ্রেডে কোটা সংস্কারের দাবি করছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File