Philippines Earthquake | জোরালো ভূমিকম্পে কাঁপলো ফিলিপিন্স, সুনামি সতর্কতা জারি কতৃপক্ষের

মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপিন্সের বাকুলিন অঞ্চলের কাছে।
ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছে, ভারতীয় সময়, শুক্রবার, সকাল ৭টা ১৪ মিনিটে ফিলিপিন্সের মিন্দানাওতে বাকুলিন অঞ্চলের কাছে জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে ৫০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭.৪। সে অঞ্চলে জারি হয়েছে সুনামি সতর্কতা। প্রথম সুনামির ঢেউ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৩ মিনিট থেকে সকাল ১১টা ৪৩ মিনিটের মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঢেউয়ের উচ্চতা ১ মিটারের বেশি উঁচু হতে পারে! বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভূমিকম্প
- ভূমিকম্প
- রিখটার স্কেল
- ফিলিপিন্স
- সুনামি