আসানসোলে বামেদের হরতালের সমর্থনে বাইক আরোহীকে আটকাতে গিয়ে মুখ থুবড়ে পড়লেন হরতাল সমর্থক
Friday, February 12 2021, 9:55 am
Key Highlightsহরতালের সমর্থনে শুক্রবার সকাল থেকেই আসানসোলের পথে নেমেছেন বাম সমর্থকরা। রাস্তায় ব্যরিকেড করে পথও আটকাচ্ছেন তাঁরা। জোর করে সেই ব্যারিকেড ভেঙে যেতে গেলে এক বাইক আরোহীর সঙ্গে বচসা বাধে বাম কর্মীদের। আবার এক জায়গায় বাইক আরোহীদের পিছন থেকে ধরতে গিয়ে রাস্তায় মুখ থুবড়ে পড়তে দেখা গিয়েছে এক হরতাল সমর্থককে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাইকে করে যাচ্ছেন ২ জন আরোহী। সেই বাইককে ধাওয়া করে ছুটছেন এক হরতাল সমর্থক। কিছুটা ছুটে বাইক ধরার চেষ্টা করতেই টালমাটাল হয়ে যান। রাস্তায় পড়ে যান মুখ থুবড়ে।
- Related topics -
- রাজ্য
- আসানসোল
- বাম সমর্থক

