বাংলার কড়া বিধিনিষেধের মেয়াদ শেষ হতে চলেছে আগামী ১৫ জুন, তবে বিধিনিষেধ কি পুরোপুরি তুলে দেওয়া হবে?
Thursday, December 21 2023, 2:33 pm
Key Highlights
বাংলার করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত ৩০ মে এর বদলে বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞদের মতে টানা একমাস কড়া বিধিনিষেধ প্রয়োগ করার ফলে যথেষ্ট সুফল মিলেছে। মে মাসের মাঝামাঝি সময় বাংলার দৈনিক সংক্রমণ ছিল ২০ হাজারের উপর, সেখানে বর্তমানে তা পাঁচ হাজারের গণ্ডিতে নেমে এসেছে। তবে আগামী মঙ্গলবার থেকে কি এই বিধিনিষেধ পুরোপুরি তুলে দেওয়া হবে? এ বিষয়ে সোমবারই বৈঠকের সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের একাংশের মতে পুরোপুরি বিধিনিষেধ তুলে না দিলেও বেশ কিছু ক্ষেত্রে আরও ছাড় দিতে পারেন মুখ্যমন্ত্রী।
- Related topics -
- লকডাউন
- করোনা পরিস্থিতি
- কোভিড ১৯
- মমতা ব্যানার্জী
- রাজ্য