Meerut | অনুমতি ছাড়া রাস্তায় বসে রমজান পড়লেই কড়া শাস্তি! বাতিল হতে পারে পাসপোর্টও!

রমজান মাস চলাকালীনই এমনই নির্দেশিকা জারি করলেন উত্তরপ্রদেশের মিরাটের শীর্ষ পুলিশকর্তা।
অনুমতি ছাড়া রাস্তায় বসে নমাজ পড়লেন কড়া শাস্তি! রমজান মাস চলাকালীনই এমনই নির্দেশিকা জারি করলেন উত্তরপ্রদেশের মিরাটের শীর্ষ পুলিশকর্তা। এসপি আয়ুষ বিক্রম সিং বলছেন, ইদগাহ এবং মসজিদ ছাড়া কেউ কোথাও নমাজ পড়তে পারবেন না। কোনও অনুমতি ছাড়া রাস্তায় নমাজ পড়লে কঠোর শাস্তি পেতে হবে। এমনকি বাতিল হতে পারে পাসপোর্টও। পুলিশের বক্তব্য, রমজান মাসে প্রায় প্রতিদিনই নিয়ম করে রাস্তা বন্ধ করে নমাজ পড়ছেন মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ। ফলে তীব্র যানজটের সৃ্ষ্টি হয়। এদিকে পুলিশের এই নির্দেশিকা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরপ্রদেশ
- পাসপোর্ট
- পুলিশ