বিনোদন

Stree 3 । ২০২৭ এ আসতে চলেছে ‘স্ত্রী ৩’ ! বড়ো ঘোষণা নির্মাতাদের

Stree 3 । ২০২৭ এ আসতে চলেছে ‘স্ত্রী ৩’ !  বড়ো ঘোষণা নির্মাতাদের
Key Highlights

২০২৫ সালের দ্বিতীয় দিনেই নতুন ঘোষণা করে বড় চমক দিলেন নির্মাতারা। আসছে ‘স্ত্রী ৩’ (Stree 3)।

নতুন বছরের শুরুতেই সিমনেমাপ্রেমীদের জন্যে সুখবর। আসতে চলেছে ‘স্ত্রী’ সিনেমার সিক্যুয়েল। ২০২৪ সালে ৫০ কোটি টাকার ছবি 'স্ত্রী ২' সিনেবাজারে একচেটিয়া ব্যবসা করে ৫০০ কোটি টাকা তুলেছিল। ২০২৫ সালে 'স্ত্রী ৩' এর ঘোষণা করে বড় চমক দিলেন নির্মাতারা। আশা করা হচ্ছে, ‘স্ত্রী ২’তে অক্ষয় কুমারের যে অবতার দেখা গিয়েছিল, এবার তার পরে কি হলো তা ই দেখাবে ম্যাডক ফিল্মস। নির্মাতাদের ঘোষণা অনুযায়ী ২০২৭ সালের ১৩ আগস্ট মুক্তি পাবে এই ছবি।