WB Weather | এপ্রিলের শুরুতেই স্বস্তির খবর! আগামী সাতদিন একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাতদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে।
এপ্রিলের শুরুতে তীব্র গরম থেকে মিলতে পারে স্বস্তি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাতদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।