দেশ

Maoists | ‘অভিযান বন্ধ করুন, আমরা যুদ্ধবিরতিতে রাজি’! শান্তি আলোচনায় বসতে চায় মাওবাদীরা!

Maoists | ‘অভিযান বন্ধ করুন, আমরা যুদ্ধবিরতিতে রাজি’! শান্তি আলোচনায় বসতে চায় মাওবাদীরা!
Key Highlights

লাগাতার অভিযানের জেরে গত ১৫ মাসে ৪০০ মাওবাদী সদস্যের মৃত্যু হয়েছে।

যুদ্ধবিরতিতে রাজি মাওবাদীরা! লাগাতার অভিযানের জেরে গত ১৫ মাসে ৪০০ মাওবাদী সদস্যের মৃত্যু হয়েছে। এই আবহে কেন্দ্র ও রাজ্যের উদ্দেশে বিবৃতি জারি করে মাওবাদীদের সেন্ট্রাল কমিটি জানালো, ‘অভিযান বন্ধ করুন, আমরা যুদ্ধবিরতিতে রাজি।’ এমনকি অভিযান বন্ধ করলে কেন্দ্র ও রাজ্যের সঙ্গে শান্তি আলোচনায় বসতেও রাজি মাওবাদী সংগঠন। মাওবাদী মুখপাত্র অভয় জানান,২৪ মার্চ হায়দরাবাদের তাদের একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে কমিটির বেশিরভাগ সদস্যই কোনও শর্ত ছাড়া সরকারের সঙ্গে শান্তি আলোচনা ও যুদ্ধবিরতির পক্ষে মত দিয়েছেন।