Share Market | আদানির 'ঘুষ'কাণ্ডের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ালো শেয়ার বাজার! বাড়লো সেনসেক্স ও নিফটি৫০র সূচক
আদানিদের বিরুদ্ধে মার্কিন আদালতের নির্দেশ প্রকাশ্যে আসতেই ব্যাপক প্রভাব পরে শেয়ার বাজারে।
আদানিদের বিরুদ্ধে মার্কিন আদালতের নির্দেশ প্রকাশ্যে আসতেই ব্যাপক প্রভাব পরে শেয়ার বাজারে। বৃহস্পতিবার হুড়মুড়িয়ে পড়েছিল আদানি গ্রুপের বিভিন্ন সংস্থার স্টক। যার প্রভাব পড়েছিল দেশের দুই প্রধান স্টক এক্সচেঞ্জেও। তবে শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি৫০ বাড়ল প্রায় আড়াই শতাংশ! ১৯৬১ পয়েন্ট বেড়ে শুক্রবার বাজার বন্ধের সময় সেনসেক্স রয়েছে ৭৯ হাজার ১১৭ পয়েন্টে। ৫৫৭ পয়েন্ট বেড়ে বাজার বন্ধের সময় নিফটি৫০ থাকল ২৩ হাজার ৯০৭ পয়েন্টে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- অর্থনীতি
- অর্থনৈতিক
- শেয়ার বাজার
- আদানি
- সেনসেক্স