Stock Market | সোমবারও অব্যাহত থাকল দেশের শেয়ার বাজারে পতন! নিম্মগামী স্টক এক্সচেঞ্জের প্রধান দুই সূচকই
Monday, November 18 2024, 1:37 pm
Key Highlights
নতুন সপ্তাহের শুরুতেও অব্যাহত দেশের শেয়ার বাজারে সূচক পতন। পর পর সাতটি ট্রেডিং সেশনে এক টানা কমল দুই সূচক।
নতুন সপ্তাহের শুরুতেও অব্যাহত দেশের শেয়ার বাজারে সূচক পতন। পর পর সাতটি ট্রেডিং সেশনে এক টানা কমল দুই সূচক। সেনসেক্স ও নিফটি৫০ দেশের স্টক এক্সচেঞ্জের প্রধান দুই সূচকই সোমবার ছিল নিম্মগামী। সেনসেক্স কমে বাজার বন্ধের সময় রয়েছে ৭৭ হাজার ৩৩৯ পয়েন্টে। নিফটি৫০ প্রায় ৭৯ পয়েন্ট কমে ২৩ হাজার ৪৫৩ পয়েন্টে দাঁড়িয়ে। টিসিএস, ইনফোসিস, এনটিপিসি, এইচসিএল টেকনোলজি, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং টেক মাহিন্দ্রার শেয়ারের দাম কমেছে সবথেকে বেশি।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- শেয়ার বাজার
- সেনসেক্স