দিল্লির মেন্টরের ভূমিকায় নিজেকে সেরা ছন্দে মেলে ধরতে দৃঢ়প্রতিজ্ঞ স্টিভ স্মিথ
Sunday, March 21 2021, 11:38 am
Key Highlightsশ্রেয়স আয়ারকে অধিনায়ক করেই এ বার আইপিএলে মাঠে নামবে দিল্লি ক্যাপিট্যালস। শনিবার টিমের পক্ষ থেকে এ খবর জানিয়ে বলা হয়েছে, 'শ্রেয়সের নেতৃত্বে ২০১৯ সালে টিম তৃতীয় হয়েছিল। পরের বছর ফাইনালে উঠেছে। তাই এ বছরও শ্রেয়সের মতো তরুণ ক্রিকেটারের উপরেই আস্থা রাখছি।' তবে স্টিভ স্মিথকে খেলানোর সঙ্গে টিমের মেন্টর হিসেবেও কাজ করতে দেখা যাবে। গতবার রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন স্টিভ স্মিথ। তবে ব্যাটসম্যান এবং অধিনায়ক হিসেবে বিশেষ নজর কাড়তে পারেননি তিনি। এবারে দিল্লির মেন্টরের ভূমিকায় নিজেকে সেরা ছন্দে মেলে ধরতে দৃঢ়প্রতিজ্ঞ স্মিথ।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- আইপিএল ২০২১

