Raadhika Yadav | বাবার গুলিতে মৃত্যু রাজ্যস্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের!

রিল ভিডিয়ো নিয়ে বিবাদ, বাবার গুলিতে মৃত্যু রাজ্যস্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের!
রিল ভিডিয়ো নিয়ে বিবাদ, বাবার গুলিতে মৃত্যু রাজ্যস্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের! গুরগাঁওয়ে পরিবারের সঙ্গে থাকতেন রাধিকা। জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে দশটা নাগাদ একটি রিল ভিডিয়ো নিয়ে বাবার সঙ্গে রাধিকার বিবাদ চরমে ওঠে। এরপরেই নিজের লাইসেন্স থাকা রিভলবার বের করে রাধিকাকে লক্ষ্য করে পর পর তিনটি গুলি চালায় তার বাবা। রাধিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। উল্লেখ্য, ডাবলস টেনিস খেলোয়াড় হিসেবে রাধিকার আন্তর্জাতিক টেনিস ফেডারেশন র্যাঙ্কিং ছিল ১১৩। তিনি ITF ডাবলসে শীর্ষ ২০০ জনের মধ্যে ছিলেন।