Govt Employee Bonus | ঈদের মুখে বাড়ল অ্যাড হক বোনাস ও উৎসব অগ্রিম, রাজ্য সরকারি কর্মীদের মুখে চওড়া হাসি
Wednesday, March 19 2025, 3:09 am
Key Highlightsমঙ্গলবার রাজ্যের অর্থ দপ্তরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শারদোৎসব ও ঈদের আগে এই বোনাস ও অগ্রিম পাওয়া যাবে।
মঙ্গলবার রাজ্যের অর্থদপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো, ২০২৫এর ৩১ মার্চ পর্যন্ত মাসে ৪৪ হাজার বা তার নীচে বেতন পাওয়া রাজ্য সরকারি কর্মীরা ৬ হাজার ৮০০ টাকা করে ‘অ্যাড হক’ বোনাস পাবেন। এই বেতনের কর্মীরা ‘উৎসব অগ্রিম’ হিসেবে এবছর ২০ হাজার টাকা করে পাবেন। গত বছরের তুলনায় অ্যাড হক বোনাস বেড়েছে ৮০০ টাকা এবং উৎসব অগ্রিম বেড়েছে ২ হাজার টাকা। বোনাসের বর্ধিত টাকার অঙ্ক পাবেন ৩৮ হাজার টাকার কম পেনশনভোগীরাও।

