রাজ্য সরকারের তৎপরতায় ঘূর্ণিঝড় 'যশ'-এ ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছল ২৩ কোটি
Tuesday, July 6 2021, 5:00 am
Key Highlightsরাজ্য প্রশাসনিক সূত্রের তথ্য অনুযায়ী, ৫ই জুলাই ২০২১-এর সন্ধ্যে পর্যন্ত রাজ্যের আটটি জেলায় মোট ৩০,৩৯৫ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৩ কোটির কিছু বেশি টাকা পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, ৩০ জুন পর্যন্ত ‘দুয়ারে ত্রাণ’ প্রকল্পের শিবিরে জমা পড়া আবেদনপত্রের যাচাই প্রক্রিয়া চলেছিল। পাশাপাশি মোট আবেদনের ৯৫ শতাংশের বেশি আবেদন যাচাই করে ফেলেছিলেন জেলা-আধিকারিকেরা। জেলা প্রশাসনিক সূত্রের দাবি, আটটি জেলা মিলিয়ে মোট ৩,৮১,৭৭৪ টি আবেদনপত্রের মধ্যে যাচাই-প্রক্রিয়ায় দু’লক্ষের কিছু বেশি আবেদনপত্র বাতিল হয়েছে।
- Related topics -
- রাজ্য
- ঘূর্ণিঝড় 'যশ'
- রাজ্য সরকার

