Key Highlights
বঙ্গে অব্যাহত কুয়াশার দাপট। ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ঢেকেছিল ঘন কুয়াশায়। বেলা গড়ালেও অধিকাংশ জায়গা থেকেই সরেনি কুয়াশার চাদর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন সকালের পরিবেশ এ রকমই কুয়াশাচ্ছন্ন থাকবে। সকাল থেকে চারদিক কুয়াশাতে ঢেকে যাওয়ায় কমেছে দৃশ্যমানতা। যার জেরে ট্রেন ও বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে। দৃশ্যমানতা কম থাকায় ভোরের অধিকাংশ ট্রেন ধীর গতিতে চলছে। যার জেরে গন্তব্যে পৌঁছতে দেরি হচ্ছে ট্রেনগুলির। একই অবস্থা বিমানের ক্ষেত্রেও। কুয়াশার কারণে বিমান ওঠানামাতেও দেরি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিন সকাল কুয়াশাচ্ছন্ন থাকবে। যদিও বেলা বাড়তে পরিষ্কার হবে আকাশ।
- Related topics -
- রাজ্য
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া
- শহর কলকাতা
- দক্ষিণবঙ্গ