Kerala । মাস্ক পরা শুরু করুন, ভাইরাস নিয়ে কড়া ঘোষণা কেরালার মুখ্যমন্ত্রীর
Sunday, January 5 2025, 3:06 am
Key Highlights
কেরালার স্বাস্থ্যমন্ত্রী এখনই বয়স্ক মানুষদের এবং অন্তঃসত্ত্বাদের মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।
নতুন বছরেও শুরু হয়েছে নয়া ভাইরাস আতঙ্ক। চীনের বিভিন্ন অঞ্চলে নাকি ছড়াচ্ছে হিউমান মেটানিউমো ভাইরাস। করণের মতোই এই ভাইরাস ও ছোয়াচে। ফলে দুরাশায় দিন কাটছে পার্শ্ববর্তী দেশগুলোর। যদিও এখনও হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)র কোনও ঘটনা ঘটেনি ভারতে, তবু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজ্যে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ শনিবার রাজ্যবাসীদের জন্যে বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বয়স্ক মানুষদের এবং অন্তঃসত্ত্বাদের মাস্ক পরার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি আতঙ্ক না ছড়াবার আবেদনও করেছেন।