Britain General Election । ৩৫০টিরও বেশি আসনে এগিয়ে স্টার্মারের দল! ফলাফল পুরো বেরোনোর আগেই দুঃখপ্রকাশ সুনকের!
Friday, July 5 2024, 5:30 am
Key Highlightsব্রিটেনের নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণার পরে দেখা গিয়েছে, ৩৫০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে স্টার্মারের দল।
ব্রিটেনের নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণার পরে দেখা গিয়েছে, ৩৫০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে স্টার্মারের দল। অন্যদিকে, মাত্র ৫৮টি আসনে এগিয়ে ঋষি সুনাকের দল।ওয়াকিবহাল মহলের অনুমান, শুক্রবারের মধ্যেই জানা যাবে কোন দলের হাতে যাচ্ছে ব্রিটেনের রাশ। তবে তার আগেই শুক্রবার সকালে পরাজয় কার্যত মেনে নিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী সুনাক। প্রতিদ্বন্দ্বী স্টার্মারকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “ব্রিটেনের জনতা খুব স্পষ্ট জনাদেশ দিয়েছেন। এই ফলাফল থেকে অনেক কিছু শিখতে হবে। অনেক ভাবনা চিন্তা করতে হবে।”
- Related topics -
- আন্তর্জাতিক
- ব্রিটেন
- রাজনীতি
- রাজনৈতিক

