শারীরিক ক্লান্তির জন্যে ভিডিও কল দায়ী! স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আলোকপাত করলেন এই বিষয়ে
Friday, March 5 2021, 2:13 am
Key Highlights
সম্প্রতি অত্যন্ত প্রচলিত হয়ে উঠেছে ‘জুম ফ্যাটিগ’ বা ‘ভিডিও কল ফ্যাটিগ’, যার অর্থ ‘ভিডিও কল ক্লান্তি’। হ্যাঁ, অতিরিক্ত ভিডিও কলের কারণে দেখা দিচ্ছে এমনই ক্লান্তিকর পার্শ্বপ্রতিক্রিয়া। যদিও এতদিন কথাটি মুখে মুখে প্রচলিত হলেও কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না। সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আলোকপাত করলেন এই বিষয়টিতে। তুলে আনলেন এর পিছনে লুকিয়ে থাকা আসল কারণ। গবেষকরা নিশ্চিত করেছেন, এই ঘটনা কোনো মানসিক ভ্রান্তি নয়। মূলত চারটি কারণকে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। দীর্ঘক্ষণ স্ক্রিনের সামনে বসে থাকায় যে স্নায়ুতে চাপ পড়ে, তা তো আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা থাকে না। কিন্তু তার পাশাপাশি শুধুমাত্র একটি স্ক্রিনেই দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার কারণেও বাড়তি ক্লান্তি।
- Related topics -
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- ভিডিও কল
- ভিডিও কল ফ্যাটিগ