দেশ

হিন্দু দেবদেবী ও অমিত শাহর বিরুদ্ধে কু-মন্তব্যের অভিযোগে গ্রেফতার কমেডিয়ান মুনাওয়ার ফারুকি সহ চার।

হিন্দু দেবদেবী ও অমিত শাহর বিরুদ্ধে কু-মন্তব্যের অভিযোগে  গ্রেফতার কমেডিয়ান মুনাওয়ার ফারুকি সহ চার।
Key Highlights

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ​হিন্দু দেবদেবীদের নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে আটক করা হল কৌতুকশল্পী মুনাওয়ার ফারুকিকে। গুজরাতের জুনাগড়ের বাসিন্দা ওই কৌতুকশিল্পীর শো চলাকালীন তিনি কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন বলে অভিযোগ। পাশাপাশি হিন্দু দেবদেবীদের নিয়েও তিনি একাধিক অশ্রাব্য় মন্তব্য করেন বলে অভিযোগ। যার জেরেই মুনাওয়ার ফারুকিকে আটক করা হয় বলে খবর। জানা গেছে, স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষ্মণ সিংহ গৌড়ের ছেলে তথা হিন্দ রক্ষক সংগঠন নামে হিন্দুত্ব সংগঠনের প্রধান একলব্য গৌড় ও এ ব্যাপারে অভিযোগ দায়ের করে।এরই ভিত্তি এফআইআর দায়ের হয় এবং ওই স্ট্যান্ডআপ কমেডিয়ানদের গ্রেফতার করা হয়েছে।


Delhi Blast Update | ইডি-র হাতে গ্রেফতার কুখ্যাত আল ফালাহ গ্রুপের প্রতিষ্ঠাতা, জঙ্গিদের মদত দিচ্ছিল সিদ্দিকি
Local Train Cancelled | বুধ-বৃহস্পতি শিয়ালদহ শাখায় চলবেনা ট্রেন, বাতিল ট্রেনের তালিকা দেখে নিন একনজরে
Delhi Blast | দিল্লির বিস্ফোরণে ব্যবহার করা হয় দুধরণের বিস্ফোরক! অভিযুক্ত উমরের পায়ে ছিল ‘জুতা বোমা’!
Sheikh Hasina | হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা! দোষী সাবস্ত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী-প্রাক্তন পুলিশকর্তাও!
Sheikh Hasina | ‘এই সমস্ত রায়ের পরোয়া করি না‘! সাজা ঘোষণার আগেই মুখ খুললেন হাসিনা!
Shubman Gill | ইডেনে আর খেলবেন না ক্যাপ্টেন 'গিল', আইসিইউতে চিকিৎসা চলছে তাঁর
Breaking News | কাশ্মীরের সংবাদপত্রের দফতরে তল্লাশি, উদ্ধার গুলি-কার্তুজ-পিস্তল সহ একাধিক আগ্নেয়াস্ত্র