হিন্দু দেবদেবী ও অমিত শাহর বিরুদ্ধে কু-মন্তব্যের অভিযোগে গ্রেফতার কমেডিয়ান মুনাওয়ার ফারুকি সহ চার।
Sunday, January 3 2021, 9:48 am

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং হিন্দু দেবদেবীদের নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে আটক করা হল কৌতুকশল্পী মুনাওয়ার ফারুকিকে। গুজরাতের জুনাগড়ের বাসিন্দা ওই কৌতুকশিল্পীর শো চলাকালীন তিনি কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন বলে অভিযোগ। পাশাপাশি হিন্দু দেবদেবীদের নিয়েও তিনি একাধিক অশ্রাব্য় মন্তব্য করেন বলে অভিযোগ। যার জেরেই মুনাওয়ার ফারুকিকে আটক করা হয় বলে খবর। জানা গেছে, স্থানীয় বিজেপি বিধায়ক লক্ষ্মণ সিংহ গৌড়ের ছেলে তথা হিন্দ রক্ষক সংগঠন নামে হিন্দুত্ব সংগঠনের প্রধান একলব্য গৌড় ও এ ব্যাপারে অভিযোগ দায়ের করে।এরই ভিত্তি এফআইআর দায়ের হয় এবং ওই স্ট্যান্ডআপ কমেডিয়ানদের গ্রেফতার করা হয়েছে।
- Related topics -
- দেশ
- অমিত শাহ
- স্ট্যান্ডআপ কমেডিয়ান
- মুনাওয়ার ফারুকি
- গ্রেফতার
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।