Madras High Court | 'মহিলা সহকর্মীর গা ঘেঁষে দাঁড়ানোও যৌন হেনস্থা' রায় মাদ্রাজ হাইকোর্টের বিচারপতির

Friday, January 24 2025, 6:12 pm
highlightKey Highlights

অফিসে মহিলা সহকর্মীর গা ঘেঁষে দাঁড়ানোও যৌন হেনস্থা, রায় মাদ্রাজ হাইকোর্টের।


মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালতের রায় উদ্ধৃত করে এদিন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এন মঞ্জুলা জানালেন, 'একটি কর্মক্ষেত্রে বিভিন্ন লিঙ্গের সহকর্মীরা কিংবা মানুষেরা যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবেন, সেখানে কোনো মহিলার যদি অপর লিঙ্গের ব্যক্তির আচরণ অনভিপ্রেত মনে হয় তাহলে সেই আচরণ নিঃসন্দেহে যৌন হেনস্থার সংজ্ঞার অধীনে পড়বে। সেক্ষেত্রে কী কারণে ওইরকম আচরণ করা হচ্ছে, তা বিচার্য নয়।' একটি মামলার প্রেক্ষিতে কর্মক্ষেত্রে যৌন নিগ্রহের সংজ্ঞার আরও স্পষ্ট করল মাদ্রাজ হাইকোর্ট।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File