SSC Teachers | '২১ এপ্রিল যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করবে SSC' : শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

শিক্ষামন্ত্রী বলেন, SSC ২১ এপ্রিল পুরো প্যানেল খতিয়ে দেখে যোগ্য ও অযোগ্যদের একটি তালিকা প্রকাশ করবে।
অযোগ্য তালিকায় নাম না থাকা ‘যোগ্য’ শিক্ষক, শিক্ষিকারা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াতে পারবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে আগামিকাল থেকে কারা স্কুলে যাবেন সেই নিয়ে কোনও তালিকা প্রকাশ করা হবে কি না জানতে চাওয়া হলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘এদিনের রায়ে কাল থেকে কারা স্কুলে যাবেন সেই নিয়ে শিক্ষকদের কোনও তালিকা প্রকাশের কথা মহামান্য আদালত বলেননি। তাই এরকম কোনও তালিকা প্রকাশের প্রশ্ন নেই।’ তিনি বলেন, SSC ২১ এপ্রিল পুরো প্যানেল খতিয়ে দেখে যোগ্য ও অযোগ্যদের একটি তালিকা প্রকাশ করবে।