SSC Protest | আজ থেকে অনশনে বসলেন চাকরিহারা শিক্ষকরা! বৃহস্পতিবার ডাক মহামিছিলেরও!

Thursday, April 10 2025, 6:12 am
highlightKey Highlights

বৃহস্পতিবার মহামিছিলের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। সঙ্গে আজ থেকে অনশনে বসলেন চাকরিহারারা।


বৃহস্পতিবার মহামিছিলের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। সঙ্গে আজ থেকে অনশনে বসলেন চাকরিহারারা। SSC ভবনের সামনে বেলা এগারোটা থেকে অনশন বসতে চলেছেন তাঁরা। বিক্ষোভরত চাকরিহারা এক শিক্ষক বলেন, “প্রথম কয়েকজন সহযোদ্ধা এই অনশন শুরু করবেন। এরপর আরও কয়েকজনের যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। দাবি SSCর ওয়েবসাইটে উপযুক্ত লিস্ট পাবলিশ করতে হবে। ”গতকাল কসবায় DI অফিসের সামনে প্রতিবাদ দেখাতে গিয়ে পুলিশের হাতে মার খান চাকরিহারা শিক্ষকরা। অভিযোগ, বিক্ষোভরত চাকরিহারাদের পেটে পিঠে লাথি মারা হয়। লাঠিচার্জেরও অভিযোগ রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File