রাজ্য

SSC Teachers | বেতন পাবেন চাকরিহারা শিক্ষকরা? মাইনে সংক্রান্ত পোর্টালে এখনও কিন্তু রয়েছে নাম!

SSC Teachers | বেতন পাবেন চাকরিহারা শিক্ষকরা? মাইনে সংক্রান্ত পোর্টালে এখনও কিন্তু রয়েছে নাম!
Key Highlights

শিক্ষা দফতরের বেতন পাওয়ার নির্দিষ্ট পোর্টালে তাঁদের নাম আগের মতোই রয়েছে। অর্থাৎ বেতন পাবেন তারা।

কিছুটা স্বস্তি পেলেন সদ্য চাকরিহারা প্রায় ২৬ হাজার SSCর শিক্ষকরা। কারণ শিক্ষা দফতরের বেতন পাওয়ার নির্দিষ্ট পোর্টালে তাঁদের নাম আগের মতোই রয়েছে। অর্থাৎ বেতন পাবেন তারা। এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, “শিক্ষকদের মাইনে সংক্রান্ত পোর্টাল আপডেট করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও স্কুলে কোনও শিক্ষককে বাদ দেওয়া হয়নি। কোথাও বেতন বন্ধের কথা বলাও হয়নি।” এদিকে বেতনের বিষয়ে রাজ্য সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চেয়েছে বলেও জানিয়েছেন ব্রাত্য।