SSC Teacher Protest | দিল্লিতে ধর্না-রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে অভিযান-অনশন! একাধিক কর্মসূচির ঘোষণা চাকরিহারা শিক্ষকদের!
Monday, April 14 2025, 4:06 am

১৮ এবং ১৯ এপ্রিল বিভিন্ন জেলায় গণ স্বাক্ষর সংগ্রহ করবেন চাকরিহারারা।
এবার রাজধানীতেও আন্দোলন চালানোর বার্তা দিলেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের একাংশ। বুধবার দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসতে চলেছেন তাঁরা। আজ তাদের একটি প্রতিনিধি দল বাসে রওনা দেবে। এছাড়া রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে ২২ এপ্রিল রাজভবন অভিযানের ডাক দেওয়ার হয়েছে। ২৩ এবং ২৮ এপ্রিল রাস্তায় রাস্তায় পথসভা ও ১ মে থেকে ৭ মে পর্যন্ত রিলে অনশনের ডাক দেওয়া হয়েছে। এরপর ৭মে থেকে আমরণ অনশন শুরুর ডাক দিয়েছেন তাঁরা। ১৮ এবং ১৯ এপ্রিল বিভিন্ন জেলায় গণ স্বাক্ষর সংগ্রহ করবেন চাকরিহারারা।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- এসএসসি
- শিক্ষক নিয়োগ
- শিক্ষক নিয়োগে দুর্নীতি