SSC | একাদশ-দ্বাদশের চার বিষয়ে ইন্টারভিউ শুরু! সপ্তাহ শেষে বেরোচ্ছে নবম-দশমের তালিকাও

Thursday, December 4 2025, 4:25 am
highlightKey Highlights

একাদশ-দ্বাদশের ইংরেজি, বাংলার পর আর‌ও চারটি বিষয়ের ইন্টারভিউ শুরুর কথা জানাল স্কুল সার্ভিস কমিশন।


উচ্চমাধ্যমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইংরেজি, বাংলার ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়েছে। নথি যাচাই প্রক্রিয়া শুরু হয়েছিল নভেম্বর মাসের ১৮ তারিখ থেকে। উচ্চ মাধ্যমিক স্তরে মোট ৩৫ টি বিষয়ে রয়েছে। সেগুলির জন্য নথি যাচাই প্রক্রিয়া শেষ হবে ৪ ডিসেম্বর। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, ঐদিন থেকেই কম্পিউটার সায়েন্স, বাণিজ্য, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক এসএসসি কর্তা জানিয়েছেন, চলতি সপ্তাহের শেষে নবম দশমের চূড়ান্ত ফলপ্রকাশের সম্ভাবনাও রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File