SSC | সুপ্রিম নির্দেশে দাগিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ SSCর! তালিকায় রয়েছে ১৮০৬ জনের নাম!
Thursday, November 27 2025, 10:55 am
Key Highlights২০১৬ সালের শিক্ষক নিয়োগে অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করল SSC।
২০১৬ সালের শিক্ষক নিয়োগে অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করল SSC। নবম-দশম এবং একাদশ-দ্বাদশের অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা সামনে আনল কমিশন। তালিকায় রয়েছে ১৮০৬ জনের নাম। ৫৪ পাতার সেই তালিকায় অযোগ্য প্রার্থীর নাম, রোল নম্বর, বিষয়, বাবার নাম, প্রার্থীর জন্ম সাল সামনে এনেছে কমিশন। ইন্টারভিউয়ে ডাক পাওয়া চাকরিপ্রার্থীদের তালিকায় দাগিদের নাম জড়াতেই মামলা গড়ায় শীর্ষ আদালতে। এরপরই সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, যেন কোনও দাগি চাকরিপ্রার্থী নিয়োগ প্রক্রিয়া না ঢুকতে পারে। এমনকি সবিস্তারে দাগিদের তালিকা প্রকাশ করতে বলা হয় SSCকে।

