SSC | সপ্তাহান্তে ফের পথে নামবেন যোগ্য চাকরিহারারা, সুপ্রিম কোর্টে যোগ্যদের তালিকা প্রকাশের আবেদন তাঁদের
Monday, July 14 2025, 5:01 pm

মেহবুব মণ্ডল, চিন্ময় মণ্ডল-সহ আন্দোলনকারী চাকরিহারাদের দাবি, রাতের মধ্যে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করতেই হবে।
এদিন মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক করলেন চাকরিহারারা। তবে সুরাহা হলো না। মেহবুব মণ্ডল, চিন্ময় মণ্ডল-সহ আন্দোলনকারী চাকরিহারাদের প্রশ্ন, “তালিকা প্রকাশের নির্দেশ যেমন দেওয়া হয়নি। তেমনই প্রকাশে নিষেধাজ্ঞাও নেই। তাহলে কেন তালিকা তৈরি থাকা সত্ত্বেও দেওয়া হচ্ছে না?” চাকরিহারাদের জানিয়েছেন, সোমবার রাতেই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ না করলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।যদিও পরবর্তীতে চাকরিহারারা জানিয়েছেন সপ্তাহান্তে ফের পথে নামবেন তাঁরা। যাবেন কালীঘাটেও।