শহর কলকাতা

SSC Examination | জেলে বসে দিয়েছিলেন পরীক্ষা, স্কুল সার্ভিস কমিশনের রেজাল্টে নামই নেই কয়েদীর!

SSC Examination | জেলে বসে দিয়েছিলেন পরীক্ষা, স্কুল সার্ভিস কমিশনের রেজাল্টে নামই নেই কয়েদীর!
Key Highlights

হাইকোর্টের নির্দেশে জেলে পরীক্ষা দেওয়ার পরও একজন চাকরিপ্রার্থীর লিখিত পরীক্ষার ফলে কীভাবে ‘অনুপস্থিত’ লেখা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী ফিরদৌস শামিম।

পরীক্ষায় বসেও রেজাল্টের লিস্টে অনুপস্থিত পরীক্ষার্থী। আঙুল উঠলো স্কুল সার্ভিস কমিশনের দিকে। সূত্রের খবর, বিচারাধীন বন্দি হিসেবে বোলপুর সংশোধনাগারে রয়েছেন চাকরিপ্রার্থী আবদুস সাত্তার। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার অনুমতি নিয়ে এসএসসির নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা দেন তিনি। কিন্তু ফল বেরোতেই দেখা যায় তাঁর নামের পাশে ‘অনুপস্থিত’ লেখা রয়েছে। এঘটনায় শোরগোল পড়তেই নিজেদের ‘ভুল’ শোধরালো স্কুল সার্ভিস কমিশন। কয়েকঘণ্টা পর ওয়েবসাইটে তাঁর ফল আপলোড করা হয়।