SSC | SSC পরীক্ষায় অবাক কান্ড, উত্তরপ্রদেশের পরীক্ষার্থী পরীক্ষা দিলেন পুরুলিয়ায়!

সুদূর উত্তরপ্রদেশ থেকে এসএসসি পরীক্ষা দিতে রবিবার বাংলায় হাজির হয়েছেন হিন্দিভাষী পরীক্ষার্থীরা।
দীর্ঘ ৯ বছর পর আজ ছিল এসএসসির নবম ও দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। সুদূর উত্তরপ্রদেশ থেকে এসএসসি পরীক্ষা দিতে রবিবার বাংলায় হাজির হয়েছেন হিন্দিভাষী পরীক্ষার্থীরা। পুরুলিয়ায় ১২৩১৬ জন পরীক্ষার্থী ২৭টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। এই বিপুল সংখ্যক পরীক্ষার্থীর মধ্যে অধিকাংশই উত্তরপ্রদেশ ছাড়াও বিহার ও ঝাড়খণ্ডের পরীক্ষার্থীরাও ছিলেন। উত্তরপ্রদেশের গাজিপুর থেকে আসা প্রবীর কুমার বলেন, “আমাদের রাজ্যে চাকরির সেভাবে সুযোগ নেই। তাই এখানে শিক্ষক পরীক্ষা দিতে এসেছি। "