SSC Exam | দীর্ঘ ৯ বছর পর ফের SSC অগ্নিপরীক্ষা, ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থীর ভাগ্য নির্ধারন আজ

দীর্ঘ টানাপোড়েন, বারবার আদালতের দরবার, শেষ পর্যন্ত একাধিক প্রশ্ন ফের হচ্ছে এসএসসি-র শিক্ষক নিয়োগের পরীক্ষা। তাও আবার ৯ বছর পর।
দীর্ঘ ৯ বছর পর আদালত থেকে রাজপথে ঘোরাঘুরির পর হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। প্রায় ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থীর ভাগ্য নির্ধারন হতে চলেছে আজ। ৩৫ হাজার ৭৫২ পদে হতে চলেছে পরীক্ষা। পরীক্ষার নিয়মকানুন নিয়ে কড়া এসএসসি। এসএসসি জানিয়েছে, পরীক্ষার দিন প্রত্যেক চাকরিপ্রার্থীকে অ্যাডমিট কার্ড ছাড়াও ভোটার কার্ড বা আধার কার্ড সঙ্গে আনতে হবে। দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু। ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর নির্দেশ রয়েছে। জেলায় জেলায় পুরোদমে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। মোট ৩৫টি পরীক্ষাকেন্দ্রে হচ্ছে পরীক্ষা।