SSC Bhawan Abhijan | SSC ভবন অভিযান চাকরিহারা শিক্ষকদের! দুপুরে বৈঠক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে!

Friday, April 11 2025, 6:34 am
highlightKey Highlights

শুক্রবার চাকরিহারাদের SSC ভবন অভিযান। করুণাময়ী থেকে SSCর অফিস অর্থাৎ আচার্য সদন পর্যন্ত মিছিল করে যাবেন তাঁরা।


বৃহস্পতিবার থেকে অনশন শুরু করেছেন SSCর চাকরিহারা শিক্ষকরা। গতকাল ঝড়বৃষ্টির মধ্যেই রাতভর আচার্য সদনের সামনে অবস্থান বিক্ষোভ করেন কর্মহারা শিক্ষক, শিক্ষাকর্মীরা। আজ, শুক্রবার চাকরিহারাদের SSC ভবন অভিযান। করুণাময়ী থেকে SSCর অফিস অর্থাৎ আচার্য সদন পর্যন্ত মিছিল করে যাবেন তাঁরা। পরে এদিনই দুপুরে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকও রয়েছে তাদের। ইতিমধ্যে SSC ভবন কড়া নিরাপত্তায় মুড়িয়ে ফেলেছে পুলিশ। চাকরিহারাদের দাবি, ওএমআর শিটের মিরর ইমেজ ও যোগ্যদের তালিকা প্রকাশ করা হোক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File