লাইফস্টাইলযোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাশ, SSB কনস্টেবল-এ নিয়োগ ১,৫২২ জন পুরুষ ও মহিলা !

নেপাল ও ভুটান সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা সশস্ত্র সীমা বল (SSB) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন। শুরু হয়ে গিয়েছে SSB কনস্টেবল পদের জন্য আবেদন প্রক্রিয়া, যার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল কিছুদিন আগেই। ssbrectt.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। বয়স হতে হবে ১৮-২৫ বছর এবং স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি করে ২০ শে ডিসেম্বর, ২০২০ তারিখ পর্যন্ত করা হয়েছে। এই বাহিনীর বিভিন্ন ট্রেডে মোট ১ হাজার ৫২২টি শূন্য আসনে মহিলা ও পুরুষ কনস্টেবল নিয়োগ করা হবে, ১০ শতাংশ আসন প্রাক্তন সেনাকর্মীদের জন্য সংরক্ষিত। পোস্টিং হবে ভারত এবং ভারতের বাইরে যে কোনও স্থানে।