Sriram Krishnan । ট্রাম্প ২.০ প্রশাসনে সামিল আরও এক ভারতীয় বংশোদ্ভূত! AI সিনিয়ন উপদেষ্টার পদ পাচ্ছেন শ্রীরাম কৃষ্ণাণ
Monday, December 23 2024, 9:16 am
Key Highlights
হোয়াইট হাউসে AI সিনিয়ন উপদেষ্টার পদ পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভুত শ্রীরাম কৃষ্ণাণ।
ট্রাম্প ২.০ প্রশাসনে সামিল আরও এক ভারতীয় বংশোদ্ভূত। হোয়াইট হাউসে AI সিনিয়ন উপদেষ্টার পদ পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভুত শ্রীরাম কৃষ্ণাণ। সদ্য করা ঘোষণায়, ট্রাম্প প্রশাসনের একগুচ্ছ পদে নিয়োগের কথা জানানোর সময়ই শ্রীরাম কৃষ্ণাণের নাম ঘোষণা করেন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গত, মার্কিন ধনকুবের ইলন মাস্কের আস্থাভাজন এই শ্রীরাম কৃষ্ণাণ একজন মার্কিনি শিল্পোদ্যগী। তাঁর কেরিয়ার শুরু মাইক্রোসফ্ট দিয়ে। ২০১৯ সাল পর্যন্ত টুইটারে কাজ করেছেন কৃষ্ণাণ। এমনকি এক্স প্ল্যাটফর্মে পরিবর্তনও হয় কৃষ্ণাণের হাত ধরে।
- Related topics -
- আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্র
- মার্কিন প্রেসিডেন্ট
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- ভারতীয়
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স