বরফে বিমানের চাকা আটকে শ্রীনগরে স্তব্ধ উড়ান

Thursday, January 14 2021, 3:09 pm
বরফে বিমানের চাকা আটকে শ্রীনগরে স্তব্ধ উড়ান
highlightKey Highlights

বরফে বিপত্তি! বরফের পুরু আস্তরণে চাকা আটকে স্তব্ধ হয়ে গেল বিমানের উড়ান। ঘটনা শ্রীনগর বিমানবন্দরের। দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার পথে ট্যাক্সিওয়ে ধরে এগোনোর পথে বিপত্তিতে পড়ে ইন্ডিগো সংস্থার বিমান। পাশে থাকা বরফে আটকে যায় চাকা, বেশ অনেকক্ষণ চেষ্টা করা হলেও আর নড়ানো যায়নি যে বিমানকে। যে কারণে বাধ্য হয়ে অন্য বিমানে ওই বিমানের যাত্রীদের শ্রীনগরে পাঠানো হয়। বৃহস্পতিবার শ্রীনগরের তাপমাত্রা মাইনাস ৮.৪ ডিগ্রি। যা গত ৩০ বছরের সর্বনিম্ন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File