Srija Akula । প্রথম ভারতীয় প্যাডলার হিসেবে টেবিল টেনিসে ইতিহাস গড়লেন সৃজা আকুলা!

Monday, June 24 2024, 10:19 am
highlightKey Highlights

বিশ্ব দরবারে ভারতের মুখ উজ্জ্বল করলেন জনপ্রিয় প্যাডলার ভারতের সৃজা আকুলা।


বিশ্ব দরবারে ভারতের মুখ উজ্জ্বল করলেন জনপ্রিয় প্যাডলার ভারতের সৃজা আকুলা। প্যারিস অলিম্পিক গেমসের আগেই তিনি নাইজেরিয়ার লাগোসে প্রথম ভারতীয় প্যাডলার হিসেবে ডব্লুটিটি আয়োজিত কন্টেন্ডারে সিঙ্গেলসের খেতাব জয়ের নজির গড়েছেন। লাগোসে ফাইনালে ১৬ বছর বয়সী চিনের প্রতিভাবান প্যাডলার ডিঙ্গ ইজির মুখোমুখি হয়েছিলেন। ফাইনালে তিনি ৪-১ গেমে হারিয়ে দেন চিনের প্রতিযোগীকে। তবে শুধু সিঙ্গেলস নয় ডাবলসে লাগোসে বেশ‌ ভালো পারফরম্যান্স করেছেন তিনি। ডাবলসে ও ফাইনালে ও পৌঁছে গিয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File