Sri Lanka | শ্রীলঙ্কার সংসদ নির্বাচনে 'লাল ঝড়'! ২২৫ আসনের মধ্যে ১২৩টি আসন জয় দিসানায়েকের দলের
শ্রীলঙ্কায় সংসদ নির্বাচনে বড় জয় বামপন্থী শ্রীলঙ্কার নয়া রাষ্ট্রপতি, অনুরা কুমারা দিসানায়েকের দলের।
শ্রীলঙ্কায় সংসদ নির্বাচনে বড় জয় বামপন্থী শ্রীলঙ্কার নয়া রাষ্ট্রপতি, অনুরা কুমারা দিসানায়েকের দলের। বৃহস্পতিবার ছিল সেই দেশের সংসদ নির্বাচন। শুক্রবার হয় ফলপ্রকাশ। ফলাফল অনুযায়ী, শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী শ্রীলঙ্কা সংসদের ২২৫ আসনের মধ্যে, এখনও পর্যন্ত বামপন্থী জোট ১২৩টি আসন জিতেছে। আরও বেশ কিছু আসন তারা জেতার পথে রয়েছে। নিয়ম অনুযায়ী, শ্রীলঙ্কায় একক সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ১১৩ আসন দরকার হয়। উল্লেখ্য বিষয় হলো এই যে, বিগত সংসদ নির্বাচনে এনপিপি পেয়েছিল মাত্র ৩টি আসন।
- Related topics -
- আন্তর্জাতিক
- শ্রীলঙ্কা
- রাজনীতি
- রাজনৈতিক