Sri Lanka-China | এই প্রথম এতো বড় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ! চিনের সঙ্গে ৩.৭ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করলো শ্রীলঙ্কা

Friday, January 17 2025, 7:50 am
highlightKey Highlights

সম্প্রতি চিনের সঙ্গে ৩.৭ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা দিশানায়েক।


এই প্রথমবার বড় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হলো শ্রীলঙ্কার মাটিতে। সম্প্রতি চিনের সঙ্গে ৩.৭ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা দিশানায়েক। বৃহস্পতিবার বেজিং সফরের মধ্যেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী, চিনা তৈল সংশোধনাগার সংস্থা সিনোপেক শ্রীলঙ্কায় এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করবে। সরকারি ওই বিবৃতিতে বলা হয়েছে, এই 'অত্যাধুনিক' তৈল শোধনাগারটির দৈনিক উৎপাদন ক্ষমতা হবে ২,০০,০০০ ব্যারেল এবং এই উৎপাদনের 'একটা বড় অংশ'ই রফতানি করা হবে বলে আশা করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File