'এইবার' এর বিরুদ্ধে লা লিগার শেষ ম্যাচে দেখতে পাওয়া যাবেনা মেসি কে
Friday, May 21 2021, 5:18 pm
Key Highlights৪৭ ম্যাচে ৪৮ টি গোল এবং ১৪ টি অ্যাসিস্ট করে ২০২০-২১ এর মরশুম শেষ করল মেসি। শুক্রবার ট্রেনিং এর পর মেসি ইচ্ছাপ্রকাশ করলেন যে 'এইবার' এর বিরুদ্ধে লা-লিগার শেষ ম্যাচে তিনি খেলতে চান না। ১৪ ই জুন কোপা আমেরিকার প্রথম ম্যাচ চিলির বিরুদ্ধে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে তাঁকে আবার মাঠে দেখতে পাবে গোটা ফুটবল বিশ্ব। পরের মরশুমে বার্সেলোনার ১০ নং জার্সিতে তাঁকে দেখা যাবে কিনা তা নিয়ে গোটা ফুটবল বিশ্বে জল্পনা তুঙ্গে। আপাতত তিনি বার্সেলোনার ড্রেসিংরুম ছেড়ে কিছুদিন ছুটি কাটাতে চান পরিবারের সাথে।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- লা লিগা
- বার্সেলোনা
- লিওনেল মেসি

