ফুটবল বিশ্বে আবারো ইতিহাস তৈরি করলো বার্সেলোনা
Wednesday, May 19 2021, 10:26 am
Key Highlightsবার্সালোনা ফুটবল ক্লাব নামটাই একটা ইতিহাস তাই এরা ইতিহাস সৃষ্টি করতে পারে এটা অস্বাভাবিক কিছু না। মহিলা ২০২০-২১ এ চ্যাম্পিয়ান্স লিগ ফাইনালে চেলসিকে ৪-০ গোলে হারিয়ে প্রথমবারের জন্য জয়ী হল মহিলা ফুটবল বার্সালোনা ক্লাব। যে রাতে মেসিরা লা লিগার চ্যাম্পিয়ানশীপের দৌড় থেকে বিদায় নিয়েছিল সেই রাতেই মহিলা ফুটবল বার্সালোনা ক্লাব মহিলা চ্যাম্পিয়ান্স লিগ জয় করে ইতিহাস সৃষ্টি করলো। বার্সালোনা পৃথিবীর একমাত্র দল যারা কিনা চ্যাম্পিয়ান্স লীগ এবং মহিলা চ্যাম্পিয়ান্স লীগের শিরোপা অর্জন করেছে।