খেলাধুলা

স্বর্ণপদক লাভ ভারতের, কমনওয়েলথ গেমসে টানা দু’বার সোনা জিতলেন ভারতীয় কুস্তিগির বজরং

স্বর্ণপদক লাভ ভারতের, কমনওয়েলথ গেমসে টানা দু’বার সোনা জিতলেন ভারতীয় কুস্তিগির বজরং
Key Highlights

কমনওয়েলথ গেমসে ফের সোনা জিতলেন বজরং পুনিয়া। গোল্ড কোস্টের পর বার্মিংহামেও ৬৫ কেজি বিভাগে পদক জিতলেন।

কমনওয়েলথ গেমসে আবার সোনা জিতলেন বজরং পুনিয়া। ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে কানাডার লাচলান ম্যাকনিলকে ৯-২ পয়েন্টে হারালেন তিনি। গোল্ড কোস্টের পর বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও সোনা জিতলেন ভারতের এই কুস্তিগির। ২০১৪-র গ্লাসগো গেমসে তিনি ৬১ কেজি বিভাগে রুপো পেয়েছিলেন।

বিতর্ক দূরে সরিয়ে ফের সোনা জিতে সমালোচকদের জবাব দিলেন বজরং

৬৫ কেজি বিভাগে ভারতের অন্যতম সেরা বাজি ছিলেন বজরং। তাঁর কাছ থেকে পদকের আশা করেছিলেন প্রত্যেকেই। হরিয়ানার কুস্তিগির হতাশ করলেন না। টানা তৃতীয় বার কমনওয়েলথ গেমস থেকে পদক এনে দিলেন তিনি।

গত বছর টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ পেয়েছিলেন বজরং। হারান দৌলত নিয়াজবায়েকভকে। তবে অলিম্পিক্সের তুলনায় কমনওয়েলথে তাঁর লড়াই কিছুটা হলেও সহজ ছিল। কারণ, উজবেকিস্তান, কাজাখস্তানের মতো কুস্তিতে নামী দেশগুলির প্রতিযোগীরা কমনওয়েলথে খেলেন না।

এ বারের কমনওয়েলথে দুর্দান্ত খেলেছেন বজরং। ফাইনালের আগে কোনও প্রতিপক্ষকেই পয়েন্ট পেতে দেননি। প্রি-কোয়ার্টার ফাইনালে ৪-০ হারান লো বিংহ্যামকে। কোয়ার্টার ফাইনালে ৬-০ জেতেন জোরিস বান্ডোউয়ের বিরুদ্ধে। সেমিফাইনালে ইংল্যান্ডের জর্জ রামকে হারান ১০-০ পয়েন্ট। ফাইনালে জিতলেন ৯-২ পয়েন্টে।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিন বারের পদকজয়ী বজরং যার মধ্যে একবার রুপো এবং দু’বার ব্রোঞ্জ জিতেছেন। ২০১৮-র এশিয়ান গেমসে সোনা জিতেছেন। তার আগে রুপো। এশিয়ান চ্যাম্পিয়নশিপে দু’টি সোনা-সহ আটটি পদক রয়েছে তাঁর। এ ছাড়া কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ, অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক রয়েছে।


Joy Banerjee | প্রয়াত বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়! শোকের ছায়া টলিউড ও গেরুয়া শিবিরে!
Jiban Krishna Saha | EDর হাতে গ্রেফতার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা! ফের ফোন ছুড়েও হলো না লাভ!
Arunachal Pradesh | অরুণাচলের সরকারি স্কুলে লাগলো আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত তৃতীয় শ্রেণীর ছাত্র, আহত ৩
Dream11 | এশিয়া কাপের আগেই ভারতীয় ক্রিকেট টিমের স্পনসরশিপ থেকে সরে দাঁড়াচ্ছে Dream11!
Barasat-Bangaon Flyover | বারাসাত থেকে বনগাঁ অবধি হবে নতুন ফ্লাইওভার, দুঘন্টার বদলে ৪০ মিনিটে পৌঁছবেন গন্তব্যে
Election Commission | লক্ষ্য ভোটপ্রক্রিয়াকে স্বচ্ছ করা, অভিযোগ আসতেই ২৮টি পদক্ষেপ পদক্ষেপ ঘোষণা নির্বাচন কমিশনের!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo